ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় যুক্ত হওয়ার আহ্বান ড. ইউনূসের
ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুসলিম বিশ্বের বিভিন্ন এনজিও নেতাদের সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, 'দারিদ্র্য ও স্বাস্থ্যসেবার সংকট মোকাবিলায় সামাজিক ব্যবসা একটি কার্যকর পদ্ধতি হতে পারে। দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে হলে তাদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। আমরা নারীদের ক্ষমতায়নে যেমন গুরুত্ব দিই, তেমনি স্বাস্থ্যসেবাকেও দারিদ্র্য বিমোচনের হাতিয়ার হিসেবে দেখছি।'
ড. ইউনূস আরও বলেন, 'এই সহায়তা কার্যকরভাবে চালিয়ে যাওয়ার একটি টেকসই উপায় হচ্ছে সামাজিক ব্যবসা। আমি আশা করি, বিশ্বের তরুণরা এই ধারণা গ্রহণ করে উদ্যোক্তা হয়ে উঠবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।'
সভায় অংশ নেয়া বিভিন্ন দেশের এনজিও নেতারা জানান, ড. ইউনূসের সামাজিক ব্যবসার ধারণা তাদের নিজ নিজ দেশে অনুরূপ উদ্যোগ নিতে উৎসাহিত করেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কের দ্য ইউনিয়ন অব এনজিওস অব দ্য ইসলামিক ওয়ার্ল্ডের (ইউএনআইডব্লিউ) সেক্রেটারি জেনারেল আইয়ুপ আকবাল, অ্যাসেম্বলি অব টার্কিশ আমেরিকান অ্যাসোসিয়েশন্সের (এটিএএ) প্রতিনিধি মুহাম্মদ হুসেইন আক্তার, মালয়েশিয়ার ওয়াদাহ ও ইউএনআইডব্লিউয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ফাওয়াজ বিন হাসবুল্লাহ, পাকিস্তানের আল-খিদমত ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুহাম্মদ আবদুস শাকুর, এবং ইন্দোনেশিয়ার ইউএনআইডব্লিউ অডিটিং বোর্ডের সদস্য ড. সালামুন বশরি।
এ ছাড়া বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিআইআইটির প্রেসিডেন্ট প্রফেসর মাহবুব আহমেদ, এসএসডব্লিউএবির চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল, বিআইআইটির মহাপরিচালক ও আইআইআইটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. এম আবদুল আজিজ প্রমুখ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে