Views Bangladesh Logo

জাতিসংঘ অধিবেশনে নির্বাচন ও সংস্কারের রূপরেখা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাষ্ট্র সফরকালে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন সম্পর্কে অবহিত করবেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, যেখানে তিনি গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলি, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক উত্তরণের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

প্রেস সচিব বলেন, “মূল বার্তা হলো আগামী ১৫ই ফেব্রুয়ারির মধ্যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক।”

শফিকুল আলম বলেন, বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ইতোমধ্যে এই নির্বাচনের প্রতি তাদের সমর্থন নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু ও জাকসু নির্বাচনের মতো ভোটাররা অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ড. ইউনূসের জাতিসংঘের ভাষণে সরকারের কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি, বিচার প্রক্রিয়া এবং রোহিঙ্গা ইস্যুও অন্তর্ভুক্ত থাকবে। তিনি উল্লেখ করেন যে, রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার  এবং সম্পর্কের ক্ষেত্রে কোনো ফাঁকফোকর নেই।

আওয়ামী লীগের বিগত মেয়াদ সম্পর্কে শফিকুল আলম অভিযোগ করেন, তাদের ১৫ বছরের শাসনামলে হত্যা, গুম এবং হাজারো মিথ্যা মামলা হয়েছে। তিনি আরও বলেন, “এখন আওয়ামী লীগের দিকে তাকান—তাদের কোনো বন্ধু অবশিষ্ট নেই।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ