২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এই অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, এবারের অধিবেশনে বাংলাদেশ রোহিঙ্গা সংকট, গণতন্ত্রের অগ্রগতি, জলবায়ু পরিবর্তন ও শান্তিরক্ষা কার্যক্রমসহ একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে দৃঢ় অবস্থান তুলে ধরবে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য হলো ‘বেটার টুগেদার: এইট্টি ইয়ারস অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস’ যা বিশ্বজুড়ে চলমান সংঘাত, মানবাধিকার লঙ্ঘন এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত বৈশ্বিক পদক্ষেপের গুরুত্বকে প্রতিফলিত করে।
৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন’, যা রোহিঙ্গা ইস্যুতে এবারের অধিবেশনের প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক। প্রধান উপদেষ্টা এই বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছেন, এবং কক্সবাজারে সম্প্রতি অংশীদারদের সঙ্গে সংলাপও সেই প্রস্তুতির অংশ ছিল।
এছাড়া, ২৫ সেপ্টেম্বর তিনি বিশ্ব যুব কর্মসূচির ৩০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। ভাষণে তিনি বাংলাদেশের গণতন্ত্র, চলমান সংস্কার, শান্তিরক্ষা কার্যক্রম, রোহিঙ্গা সংকট, জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন, অভিবাসন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জসহ ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের স্থায়ী সমাধান নিয়ে বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সফরকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। সময়সূচি অনুযায়ী আরও কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হতে পারে।
এছাড়া, কমনওয়েলথ, ওআইসি, জি-৭৭, বিমস্টেকসহ বিভিন্ন সাইডলাইন বৈঠকেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধান উপদেষ্টা।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের প্রধান লক্ষ্য হলো জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া এবং সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করা। এবারের অধিবেশন বিশ্বমঞ্চে সেই অগ্রযাত্রা তুলে ধরার সুযোগ দেবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে