Views Bangladesh Logo

গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

ণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা, খুব শিগগিরই ফয়সালা আসবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, '২৭০ দিন ধরে আলোচনা-আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন অনৈক্য হতাশাজনক। আগে বিষয়বস্তু নিয়ে মতবিরোধ ছিল, এখন তা গণভোটকে ঘিরে তীব্র আকার ধারণ করেছে। এ অবস্থায় বিভিন্ন দল উত্তেজিত ভূমিকা পালন করছে।'

তিনি আরও জানান, এই অনৈক্যের বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকেও আলোচনা হয়েছে।

আইন উপদেষ্টা আরও বলেন, 'কোনো রাজনৈতিক দল যদি এককভাবে তাদের সিদ্ধান্ত সরকারের ওপর চাপিয়ে দিতে চায়, তাহলে জুলাইয়ের চেতনা কোথায় থাকে? যে যা-ই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের পরিবেশ বজায় রাখা শুধু সরকারের নয়, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ