Views Bangladesh Logo

আজ ‘জুলাই সনদ’ বাস্তবায়ন আদেশ, দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজনৈতিক অচলাবস্থা কাটাতে ‘জুলাই সনদ বাস্তবায়ন’ আদেশ জারি করছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আদেশের ব্যাখ্যাসহ বিস্তারিত ঘোষণা দেবেন।

এর আগে, বেলা ১১টায় উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রস্তাবটি অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে আদেশ জারি করা হবে। সরকারি সূত্র জানিয়েছে, একই আদেশের আওতায় একদিনেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। প্রস্তাবিত আদেশে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের উদ্বেগও বিবেচনায় রেখে আনা হয়েছে ভারসাম্য।

‘জুলাই সনদ’ বাস্তবায়ন ঘিরে এখনো টানাপোড়েন চলছে রাজনৈতিক অঙ্গনে। বুধবারও বিএনপি ও জামায়াত তাদের অবস্থানে অনড় ছিল। জামায়াতসহ আটটি ইসলামি দল সরকারের প্রতি আলটিমেটাম দিয়ে জানিয়েছে, রবিবারের মধ্যে আদেশ না জারি হলে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু করবে। অপরদিকে বিএনপি নেতারাও পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন।

সরকারি সূত্রগুলো জানিয়েছে, সংকট নিরসনে সরকার কয়েকটি বিকল্প প্রস্তাব বিবেচনা করছে। এর মধ্যে অন্যতম হলো জুলাই সনদ বাস্তবায়নসংক্রান্ত গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে আয়োজন করা। নতুন সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’-এর ভিত্তিতে একটি বিল পেশের পরিকল্পনাও রয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্র সংস্কারের ৮৪টি প্রস্তাব তিন ধাপে বাস্তবায়ন করা হবে—নির্বাহী আদেশ, অধ্যাদেশ ও গণভোটের মাধ্যমে। কমিশনের প্রস্তাব অনুযায়ী, সংসদ নির্বাচিত সদস্যদের প্রথম অধিবেশন শুরুর ২৭০ দিনের মধ্যেই সংবিধান সংশোধন সম্পন্ন করতে হবে, নচেৎ প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে।

‘জুলাই সনদ’ ভিত্তিক এই বাস্তবায়ন আদেশেই আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে রাষ্ট্র সংস্কারের নীলনকশা। ১৭ অক্টোবর ২৫টি রাজনৈতিক দল এ সনদে স্বাক্ষর করেছিল।

এটি হবে অন্তর্বর্তী সরকারপ্রধান ড. ইউনূসের ষষ্ঠ জাতির উদ্দেশে ভাষণ। দায়িত্ব নেওয়ার পর তিনি এর আগে পাঁচ দফা ভাষণে নির্বাচন ও রাষ্ট্র সংস্কার সংক্রান্ত নানা পরিকল্পনা তুলে ধরেছিলেন। আজকের ভাষণে তিনি ঘোষণা দেবেন, কীভাবে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ