Views Bangladesh Logo

ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

 VB  Desk

ভিবি ডেস্ক

লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমার শিল্পকর্ম ও অবদানের প্রতি শ্রদ্ধা জানান।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নজরুলগীতি ও দেশাত্মবোধকসহ নানা ধরনের গান গাইলেও ফরিদা পারভীন ‘লালনকন্যা’ হিসেবে মানুষের কাছে বিশেষভাবে পরিচিত ছিলেন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তার কণ্ঠে লালনের গান কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। তার সঙ্গীত শুধু বিনোদন নয়, বরং আমাদের সংস্কৃতির দর্শন ও জীবনবোধকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

তিনি আরও বলেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও ফরিদা পারভীন কখনও গান থেকে বিচ্ছিন্ন হননি। সঙ্গীতের প্রতি তার অনুরাগ ও নিষ্ঠা প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনে নতুন ভাবনা ও সৃষ্টির অনুপ্রেরণা জোগাবে।

প্রধান উপদেষ্টা ফরিদা পারভীনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদা পারভীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ