Views Bangladesh Logo

রোহিঙ্গা সম্মেলনে অংশ নিতে কক্সবাজারে প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা প্রত্যাবাসন ও টেকসই সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন। আর এ সম্মেলনে অংশ নিতে কক্সবাজারে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা।

রোববার (২৪ আগস্ট) ইনানির হোটেল বে-ওয়াচে ‘টেক অ্যাওয়ে টু দ্যা হাই-লেভেল কনফারেন্স অন দ্যা রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক তিনদিনব্যাপী এই সম্মেলন শুরু হয়। সম্মেলনটি যৌথভাবে আয়োজন করেছে রোহিঙ্গা ইস্যুবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই সম্মেলনে ৪০টি দেশের প্রতিনিধি এবং জাতিসংঘসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন এবং আন্তর্জাতিক সহযোগিতা আহ্বান করবেন।

আজ দুপুর ১টার পর কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

সম্মেলনের আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—রোহিঙ্গা প্রত্যাবাসন, আন্তর্জাতিক অর্থায়ন, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা এবং বাস্তুচ্যুত জনগণের মনোবল বৃদ্ধির উপায়।

সম্মেলনের শেষ দিন মঙ্গলবার (২৬ আগস্ট) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন বিদেশি প্রতিনিধিরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ