ইন্দোনেশিয়ার বন্যায় মৃত্যু ও ক্ষয়ক্ষতির ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ
ইন্দোনেশিয়ার আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সাম্প্রতিক বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবরের প্রতি গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (১ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোকে লেখা এক চিঠিতে প্রধান উপদেষ্টা এই শোক প্রকাশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বন্যায় মৃত্যু ও ধ্বংসযজ্ঞের ঘটনার জন্য গভীর সমবেদনা জানাই। এই কঠিন সময়ে ইন্দোনেশিয়া সরকার ও দেশটির জনগণের প্রতি আমাদের প্রার্থনা রইল।”
এছাড়া, দ্রুত পুনরুদ্ধারের জন্য ইন্দোনেশিয়াকে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা প্রদানে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে