Views Bangladesh Logo

ড. কামাল সিদ্দিকীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ড. কামাল সিদ্দিকী।

এক শোকবার্তায় ড. ইউনূস তাকে প্রশাসন, উন্নয়নচিন্তা ও একাডেমিক গবেষণার উজ্জ্বল নক্ষত্র হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ড. সিদ্দিকীর সততা, দূরদৃষ্টি এবং আজীবন জনসেবার প্রতি নিষ্ঠা অনুকরণীয়।

ড. ইউনূস বলেন, 'জাতি তাকে একজন সাহসী মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ ও নীতিনির্ধারক হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ব্যক্তিগতভাবে আমি এক প্রিয় বন্ধু ও জ্ঞানী সহচরকে হারালাম। রাজনৈতিক হয়রানি ও নির্বাসনের মধ্যেও তার সততা ও নৈতিক দৃঢ়তা ছিল অবিচল।'

প্রধান উপদেষ্টা বলেন, ড. কামাল সিদ্দিকী ছিলেন এক কিংবদন্তি সরকারি কর্মকর্তা, যার নিষ্ঠা ও পেশাদারিত্ব ভবিষ্যৎ প্রজন্মের সরকারি কর্মকর্তাদের অনুপ্রেরণা জোগাবে।

মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. সিদ্দিকী ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতিসংঘের একটি কমিটির সদস্য ছিলেন এবং পরবর্তীতে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।

প্রফেসর ইউনুস মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ