সৌদি গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
খ্যাতনামা এ ইসলামি পণ্ডিত মঙ্গলবার রিয়াদে ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) জারি করা এক শোকবার্তায় ড. ইউনূস বলেন, মুসলিম বিশ্ব এক বিশিষ্ট আলেম এবং ইসলামি চিন্তার এক পথপ্রদর্শক ব্যক্তিত্বকে হারাল।
তিনি উল্লেখ করেন, ইসলামের সেবায় শেখ আব্দুল আজিজের আজীবন অবদান এবং তাঁর ব্যাপক জ্ঞান সর্বদা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে। তাঁর অনুপস্থিতি গোটা ইসলামি বিশ্বে গভীরভাবে অনুভূত হবে বলেও তিনি যোগ করেন।
শেখ আব্দুল আজিজ বিশ্বব্যাপী তাঁর নেতৃত্ব ও জ্ঞানের জন্য পরিচিত ছিলেন। তিনি সৌদি আরবের জেনারেল প্রেসিডেন্সি অব স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুসলিম ওয়ার্ল্ড লীগের সর্বোচ্চ পরিষদের চেয়ারম্যান হিসেবেও কাজ করেন।
১৯৯৯ সালের জুন মাসে প্রয়াত বাদশাহ ফাহদের আমলে তাঁকে গ্র্যান্ড মুফতি নিযুক্ত করা হয়। ধর্মীয় কর্তৃত্ব ও অবদানের জন্য তিনি বিশ্বব্যাপী সম্মানিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে