Views Bangladesh Logo

ক্ষতিগ্রস্তদের টেকসই আবাসনে ইউএন-হ্যাবিট্যাটকে আহ্বান প্রধান উপদেষ্টার

লবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্তদের টেকসই ও সাশ্রয়ী আবাসনের জন্য বাংলাদেশে সহায়তা বাড়াতে ইউএন-হ্যাবিট্যাটকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সাইড লাইনে আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং ইউএন-হ্যাবিট্যাটের নির্বাহী পরিচালক আনাক্লাউডিয়া রসবাচের সঙ্গে এক বৈঠকে ড. ইউনূস এ আহ্বান জানান।

এসময় সুন্দর নগরায়নের জন্য সাশ্রয়ী মূল্যের আবাসন, বর্জ্য ব্যবস্থাপনা, ক্ষুদ্র ঋণভিত্তিক আবাসনসহ বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা।

আলোচনায় উঠে আসে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গাদের আবাসনের বিষয়টিও। নিউ ইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণের জন্য ইউএন-হ্যাবিট্যাটকে আমন্ত্রণ জানান ড. ইউনূস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ