Views Bangladesh Logo

ইলিশের মূল্য নির্ধারণে প্রধান উপদেষ্টার অনুমোদন

 VB  Desk

ভিবি ডেস্ক

চাঁদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইলিশ মাছ ধরা পড়লেও উচ্চমূল্যের কারণে এটি সাধারণ মানুষের নাগালের বাইরে থেকে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এই বাস্তবতায় ইলিশের বাজারদর নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেটমুক্ত রাখার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া প্রস্তাব অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১ জুলাই) রাতে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ শাখার স্মারকে গত ২৬ জুন এক চিঠির মাধ্যমে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চাঁদপুর জেলা প্রশাসক এবং মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিবকে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, জুন ২০২৫-এর পাক্ষিক গোপনীয় প্রতিবেদন বিশ্লেষণ করে চাঁদপুরের ইলিশ নিয়ে জনদুর্ভোগের বিষয়টি প্রধান উপদেষ্টার নজরে আনা হয় এবং তিনি তা গুরুত্ব দিয়ে অনুমোদন দেন।

চিঠিতে বলা হয়, চাঁদপুর, বরিশাল, ভোলা, কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, চট্টগ্রামসহ উপকূলবর্তী নদীগুলোতে প্রাকৃতিকভাবে ইলিশ ধরা পড়ে, যেখানে জেলেদের কোনো উৎপাদন খরচ থাকে না। তবু বাজারে ইলিশের দাম নির্ধারিত হয় কিছু অসাধু ব্যবসায়ী ও আড়তদারদের হাতে, যারা সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেয়।

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন বলেন, ‘আমরা মনে করি, যদি চাঁদপুরে অংশীজনদের সঙ্গে বসে দাম নির্ধারণ করা হয়, তাহলে সেসব ইলিশ যখন দেশের অন্যান্য জেলায় যাবে, তখনও সেটির প্রভাব পড়বে। বাজারের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে।’

মন্ত্রিপরিষদ বিভাগ ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অগ্রগতি প্রতিবেদন দেয়ার অনুরোধ জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ