Views Bangladesh Logo

আগামী ৫ দিন ভারি বৃষ্টির আভাস, পাউবো কর্মীদের কর্মস্থল না ছাড়ার নির্দেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য কর্মকর্তা-কর্মচারীদেরকে সতর্ক থাকার পাশাপাশি কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বৃহস্পতিবার পাউবোর এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার পর্যন্ত দেশের উপকূলীয় এলাকায়, মঙ্গলবার পর্যন্ত রংপুর ও সিলেট বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে। আর দেশের অন্যান্য অঞ্চলে আগামী ৫ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে উত্তরাঞ্চল, রংপুর, উত্তর পূর্বাঞ্চল, সিলেট এবং উপকূলীয় এলাকার দপ্তরগুলোর কর্মকর্তা/কর্মচারীদের কিছু নির্দেশনা মেনে চলতে বলেছে সংস্থাটি।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এ ছাড়াও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ