Views Bangladesh Logo

গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত দুই ভাই

 VB  Desk

ভিবি ডেস্ক

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই সহোদর ভাই নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে সদর উপজেলার ডুমদিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রুহুল আমিন খান (৬৫) ও তার ছোট ভাই দুলাল আমিন খান (৫৭)। তারা সদর উপজেলার খাগাইল গ্রামের আবুল কাশেম খানের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপালগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই রোমান মোল্লা জানান, রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দুই ভাই মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ডুমদিয়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান দুলাল আমিন খান। গুরুতর আহত রুহুল আমিন খানকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। তবে এখনো ঘাতক বাস জব্দ কিংবা চালক-সহকারী আটক হওয়ার খবর পাওয়া যায়নি। সহোদর দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোক নেমে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ