২০ বছরের পুরোনো বাস ও ট্রাক সরানো হবে শিগগির: বিআরটিএ চেয়ারম্যান
দেশের সড়ক থেকে ২০ বছরের বেশি পুরোনো বাস ও ট্রাক সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা রোধে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা গেছে।
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৬ জুলাই) মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে এক সচেতনতামূলক কর্মসূচিতে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘অনুপযুক্ত যানবাহন চলাচল অব্যাহত থাকলে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘অনিরাপদ যানবাহনের কারণে বহু প্রাণহানি ঘটেছে। এ কারণে ২০ বছরের বেশি পুরোনো যানবাহনকে সড়ক থেকে উঠিয়ে দেয়ার বিকল্প নেই।’
আবু মমতাজ বলেন, ‘এগুলোকে রাস্তায় রেখে আমরা সড়ক নিরাপদ করতে পারব না। এ কারণে মালিক-শ্রমিক সংগঠন ও অন্যান্য অন্যান্য স্টেকহোল্ডারদেরকে সঙ্গে নিয়ে একটি ব্যাপক প্রচারণা শুরু করতে যাচ্ছে সরকার।’
তিনি বলেন, ‘এটা একদিনের কাজ নয়, তবে আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। শিগগিরই এই প্রচার অভিযান শুরু হবে।’
মালিক সংগঠনগুলোর সম্ভাব্য প্রতিরোধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিআরটিএ চেয়ারম্যান বলেন, মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা এই উদ্যোগে যুক্ত রয়েছেন।
অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান বাসচালক, শ্রমিক এবং যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে