Views Bangladesh Logo

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল

ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। শনিবার রাতে এক পরিবহন শ্রমিককে আটক করার প্রতিবাদে রোববার (১২ অক্টোবর) সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়।

ফলে দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জের সড়ক যোগাযোগ। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। আগাম টিকিট কাটা বহু যাত্রী বাস টার্মিনালে আটকা পড়ে বিকল্প পরিবহনের খোঁজ করছেন।

পুলিশ জানায়, হালুয়াঘাটের আবু রায়হান শুক্রবার রাতে বাসে ওঠার সময় পরিবহন শ্রমিক অরুণ ঝন্টুর শরীরে ধাক্কা লাগে। এ ঘটনায় নিজেকে জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে রায়হান একাধিকবার দুঃখ প্রকাশ করার পরেও অরুণ ঝন্টু তার প্রতি অশালীন আচরণ ও কটূক্তি করে বাস থেকে নামিয়ে দেন।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম জানিয়েছেন, আটক শ্রমিকের মুক্তি ও ক্ষতিগ্রস্ত পরিবহন পরিষেবার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ