টাকা লুটের সময় অজ্ঞান পার্টির ৫ সদস্যকে বাসযাত্রীদের গণধোলাই
ঢাকার এফডিসি মোড়ে বাসযাত্রীদের হাতে ধরা পড়ল ‘অজ্ঞান পার্টি’র সন্দেহভাজন পাঁচ সদস্য। তারা এক যাত্রীকে অজ্ঞান করে লুটপাটের চেষ্টা করলে অন্যান্য যাত্রীরা বিষয়টি বুঝতে পেরে অজ্ঞান পার্টি চক্রের পাঁচ সদস্যকে আটক করে। পরবর্তীতে গণধোলাই দিয়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
হাতিরঝিল থানা পুলিশ জানায়, গুলিস্তান থেকে গাজীপুরগামী একটি বাসে যাত্রী আব্দুল মান্নান (৪৫) ওই চক্রের সদস্যদের টার্গেটে পড়েন। পথে সন্দেহভাজনদের দেয়া মাদকজাত দ্রব্য সেবনের পর মান্নান জ্ঞান হারিয়ে ফেলেন। এক পর্যায়ে মান্নান অচেতন হয়ে পড়লে অন্যান্য যাত্রীরা বিষয়টি টের পেয়ে পাঁচজনকে আটক করে মারধর করে এবং পরে হাতিরঝিল থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আটককৃতরা হলেন—নুর আলম, ওসমান, রাশিদ, কামাল ও বিলাল।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব হোসেন জানান, “এ ঘটনার পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে তাদেরকে হাজির করা হবে।”
পুলিশ জানায়, অভিযুক্তদের কাছ থেকে ভুক্তভোগী মান্নানের মোবাইল ফোন ও নগদ ৫৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনার পর আহত মান্নান ও আটক পাঁচজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এসআই রাজীব বলেন, “আটক পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। তবে ভুক্তভোগী এখনও অজ্ঞান অবস্থায় রয়েছেন।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে