কিলোমিটারে ৩ পয়সা কমল বাসভাড়া, মঙ্গলবার থেকে কার্যকর
জ্বালানি তেলের দাম কমানোর পর দূরপাল্লা ও মহানগরে ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে তিন পয়সা কমিয়েছে সরকার।
সোমবার (১ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে এই ভাড়ার হার কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ১৫ পয়সার পরিবর্তনে ২ টাকা ১২ টাকা হবে। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া ২ টাকা ৪৫ পয়সার পরিবর্তে ২টাকা ৪২ পয়সা করা হয়েছে।
ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ, ডিটিসিএ আওতাধীন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন রুটে চলাচলকারী বাসের ভাড়া ২ টাকা ৩৫ থেকে কমিয়ে করা হয়েছে ২টাকা ৩২ পয়সা।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮টাকাই থাকবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয়ের অংশ হিসেবে এপ্রিলে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ২ টাকা ২৫ পয়সা করে কমিয়েছে সরকার।
তাতে প্রতি লিটার ডিজেল ও কোরোসিনের দাম ১০৮ টাকা ২৫ পয়সা থেকে কমে হয়েছে ১০৬ টাকা। প্রতি লিটার পেট্রোল আগের মতই ১২২ টাকা এবং অকটেন ১২৬ টাকায় বিক্রি হবে।
তেলের দাম কমার পর সোমবার বনানীতে বিআরটিএ সদর দপ্তরে ভাড়া নির্ধারণ সম্পর্কিত কমিটির সমন্বয় সভায় ভাড়া কমানোর সুপারিশ আসে। সভায় ডিজেলচালিত বাসের ভাড়া কিলোমিটার প্রতি ৩ পয়সা কমানোর সিদ্ধান্ত হয়। ভাড়া কমানোর প্রস্তাব সোমবারই মন্ত্রণালয়ে পাঠানো হলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে ভাড়া কমানোর বিষয়টি চূড়ান্ত করে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে