Views Bangladesh Logo

গাজীপুরে অবৈধ পার্কিংয়ের জরিমানা করায় বাসচালকের হামলায় পুলিশ সদস্য আহত

 VB  Desk

ভিবি ডেস্ক

বৈধ পার্কিং করে যানজট সৃষ্টির দায়ে জরিমানা করার পর এক বাসচালক হাইওয়ে পুলিশের এক সদস্যের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় পুলিশ বাসচালক ও তার সহকারীসহ তিনজনকে আটক করেছে এবং ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে।

ঘটনাটি শুক্রবার সকাল ৯টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘটে। আহত পুলিশ সদস্য কনস্টেবল আব্দুর রব (৪৫), যিনি মাওনা হাইওয়ে থানায় রেকর্ডকিপার হিসেবেও দায়িত্ব পালন করেন, স্থানীয় এক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন—ইমাম পরিবহনের চালক জাকির হোসেন সোহেল (৩৩), তার সহকারী মো. আরিফ মিয়া (৩৩) এবং সোহাগ (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ইমাম পরিবহনের একটি বাস যাত্রী তুলতে গিয়ে মহাসড়কের ঢাকা লেনে মাঝখানে অবৈধভাবে পার্কিং করে, এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ চালককে গাড়ি সরাতে সংকেত দিলে তাকে জরিমানা করা হয়। এরপরই চালক ও তার সহকারী ক্ষিপ্ত হয়ে কনস্টেবল আব্দুর রবের বিরুদ্ধে ঘুষ নেওয়ার মিথ্যা অভিযোগ তুলে সড়কের পাশে তাকে মারধর করে। এ সময় কয়েকজন পথচারীও হামলায় যোগ দেয় বলে জানা গেছে।

পরে খবর পেয়ে পুলিশ সালনা এলাকা থেকে তিন অভিযুক্তকে আটক করে। মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আয়ুব আলী জানিয়েছেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ