দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে টানা আট দিন লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এক চিঠিতে জানায় যে ২৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। বুড়িমারীর ব্যবসায়ীরাও এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছে।
নিয়াজ নাহিদ আরও জানান, আগামী ৫ অক্টোবর থেকে বন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বন্ধের এই সময়ে উভয় দেশের কাস্টমস কার্যালয় খোলা থাকবে। একই সঙ্গে পাসপোর্টধারী যাত্রীদের জন্য ইমিগ্রেশন কার্যক্রমও স্বাভাবিকভাবে চলবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে