মালিবাগে সোনার দোকানে বড় চুরি, উধাও ৫০০ ভরি স্বর্ণালঙ্কার
রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের একটি সোনার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শম্পা জুয়েলার্স নামের দোকানটি থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন মালিক।
পুলিশের ধারণা, বুধবার (৮ অক্টোবর) গভীর রাতে চুরির ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিকভাবে মনে হচ্ছে, রাতে চোরের একটি দল দোকানের সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। মালিক দাবি করেছেন, দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে।”
তিনি বলেন, “চুরির পরিমাণ যাচাই করা হচ্ছে। দোকান ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। ঘটনাস্থলে সিআইডির টিমও তদন্ত করছে। আশা করছি দ্রুতই চোরচক্রকে শনাক্ত করে গ্রেপ্তার করা যাবে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে