হাইকোর্টে বুলবুলের চিঠি স্থগিত, বিসিবি নির্বাচনে বাধা নেই
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সই করা কাউন্সিলর মনোনয়ন সংক্রান্ত চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে আর কোনো বাধা নেই।
বিসিবি সভাপতির ১৮ সেপ্টেম্বর স্বাক্ষরিত চিঠিটি দিয়ে নতুন কাউন্সিলর মনোনয়ন দেয়ার সিদ্ধান্তের বৈধতা জানতে রুলও জারি করেছেন হাইকোর্ট। ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।
বিসিবি নির্বাচনের কাউন্সিলর রাজবাড়ীর মনজুরুল আলম, গোপালগঞ্জের জসীম উদ্দিন খসরু, লক্ষ্মীপুরের মঈন উদ্দিন চৌধুরী ও টাঙ্গাইলের আলী ইমাম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।
আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদ রউফ।
রুহুল কুদ্দুস কাজল জানান, চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। এ রুল জারির সময়কালে চিঠির কার্যকারিতা স্থগিত থাকায় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আগের মনোনীত কাউন্সিলররাই ভোট দিতে পারবেন। কারণ, ১৭ সেপ্টেম্বরের মধ্যেই তাদের নাম কাউন্সিলর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল।
আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে