Views Bangladesh Logo

বিসিবি নির্বাচনে অংশ নেবেন বুলবুল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আগামী নির্বাচনে পরিচালক পদে লড়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্টেডিয়ামের অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন এবং বলেন, ‘আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই। অক্টোবরের প্রথম সপ্তাহে ইনশাআল্লাহ আমরা নির্বাচন করব। এখানে সভাপতি নয়, এখানে পরিচালকদের নির্বাচন হয়। সেটাই প্রথম লক্ষ্য, এবং সেখানে থাকার চেষ্টা করব।’

বুলবুল বিসিবিতে আসার আগে দীর্ঘ সময় আইসিসিতে কাজ করেছেন। আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে তিনি দেশের ক্রিকেট অঙ্গনে যুক্ত হয়েছেন। শুরুতে তিনি সাময়িক দায়িত্বের জন্য বোর্ডে এসেছিলেন, তবে সম্প্রতি কিছু মাস কাজ করার পর তার মানসিকতা পরিবর্তিত হয়েছে।

গত ২৮ আগস্ট বুলবুল জানিয়েছিলেন, ‘আমার ব্যক্তিগত ইচ্ছা… দেখুন আমি এখানে হঠাৎ এসে দায়িত্ব নিয়েছি। আমার পার্মানেন্ট সব কিছু ছিল আইসিসিতে। সব ছেড়ে দেশের জন্য কাজ করেছি। যতদিন সম্ভব কাজ করেছি, পরে সেখানে আমার হাত নেই।’

উল্লেখ্য, আগামী ৪ অক্টোবর হতে পারে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ