Views Bangladesh Logo

বুলবুল পুনরায় বিসিবি সভাপতি, ফারুক ও শাখাওয়াত সহ-সভাপতি

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। আগামী চার বছরের জন্য নবগঠিত ২৫ সদস্যের পরিচালক পর্ষদের নেতৃত্ব দেবেন তিনি ।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে পরিচালক পদের নির্বাচনের পর এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন। এ সময় তিনি নিশ্চিত করেন যে, সভাপতি পদে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

একইভাবে দুটি সহ-সভাপতি পদেও কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এর ফলে এই পদে যথাক্রমে 'ক্যাটাগরি-১' থেকে বরিশাল বিভাগের পরিচালক শাখাওয়াত হোসেন এবং ক্লাব ক্যাটাগরি থেকে ফারুক আহমেদ জয়ী হন।

বিসিবি সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর বুলবুল বলেন, ‘মূল কাজ হলো ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া।’

তিনি আরও বলেন, ‘আমি আগেই বলেছিলাম, আমরা তৃণমূল পর্যায়ে ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাই, এখন এর উপযুক্ত সময়। আমরা আগামী চার বছরের জন্য পরিকল্পনা করব। আশা করি, আমরা সফল হবো।’

এর আগে পরিচালক পর্ষদের নির্বাচনে ঢাকা বিভাগ থেকে কাউন্সিলর মনোনীত হয়ে বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম পরিচালক নির্বাচিত হন।

'ক্যাটাগরি-১' থেকে মোখলেসুর রহমান ৮ ভোট পেয়ে রাজশাহী বিভাগ থেকে এবং হাসানুজ্জামান ৭ ভোট পেয়ে রংপুর বিভাগ থেকে নির্বাচিত হন।

এছাড়া চট্টগ্রাম থেকে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনা থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, সিলেট থেকে রাহাত শামস এবং বরিশাল থেকে শাখাওয়াত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

'ক্যাটাগরি-২' (ঢাকা মেট্রোপলিটন ক্লাব) থেকে ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

আগের বোর্ডে থাকা ইফতেখার রহমান মিঠু এবং মনজুরুল আলম যথাক্রমে ৩৪ ও ৩৯ ভোট পেয়ে ক্লাব ক্যাটাগরি থেকে আবারও বিসিবিতে ফিরেছেন।

ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত অন্য নয়জন পরিচালক হলেন ইশতিয়াক সাদেক (৪২), আদনান রহমান দীপন (৪০), ফায়জুর রহমান (৪২), আবুল বাশার (৪০), আমজাদ হোসেন (৪০), শাহনিয়ান তানিম (৪২), মোখসেদুল কামাল (৪১), এম নাজমুল ইসলাম (৩৭) এবং মেহরাব আলম চৌধুরী (৪১)।

'ক্যাটাগরি-৩' থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কাউন্সিলর দেবব্রত পালকে ৩৫-৭ ভোটে পরাজিত করে বিপুল ব্যবধানে জয়ী হন সাবেক বাংলাদেশ অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক মনোনীত পরিচালক হিসেবে ইসফাক আহসান এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিককে অন্তর্ভুক্ত করার মাধ্যমে ২৫ জন পরিচালকের তালিকা সম্পূর্ণ হয়।

জানা গেছে, নির্বাচনে মোট ৩টি ক্যাটাগরিতে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৫৬ জন ভোটারের মধ্যে ১১৫ জন ভোট দেন, যা মোট ভোটের ৭৩ দশমিক ৭১ শতাংশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ