Views Bangladesh Logo

বিসিবির নতুন পরিচালক বুলবুল, প্রেসিডেন্ট হচ্ছেন শিগগিরই

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক বাংলাদেশ ক্রিকেট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর মাধ্যমে বিসিবির প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব গ্রহণের পথও পরিষ্কার হলো।

শুক্রবার (৩০ মে) এনএসসি এক প্রজ্ঞাপনের মাধ্যমে বুলবুলের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে। এর আগের দিন, অনলাইন সভায় এনএসসি মনোনীত কাউন্সিলর হিসেবে তার নাম চূড়ান্ত হয়।

বুলবুল এই পদে এলেন ফারুক আহমেদের জায়গায়, যিনি বৃহস্পতিবার রাতে বরখাস্ত হন। নয় মাসের দায়িত্বকালে বোর্ডের অধিকাংশ পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে ক্রীড়া উপদেষ্টার কাছে চিঠি জমা দেন, যার পরিপ্রেক্ষিতেই তাকে অপসারণ করা হয়।

গত জুলাইয়ের আন্দোলনের সময় হাসিনা সরকারের পতনের পর বিদেশে থাকা অবস্থায় নাজমুল হাসান পাপন বিসিবি প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ান। এরপর এনএসসি-মনোনীত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ফারুক।

একই প্রক্রিয়ার মাধ্যমে এবার বুলবুলও প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত বোর্ড সভায় অধিকাংশ পরিচালকের সমর্থন পেলে তাকে আনুষ্ঠানিকভাবে বিসিবি সভাপতি ঘোষণা করা হতে পারে।

গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় বুলবুল জানান, তিনি দীর্ঘমেয়াদি কোনো ভূমিকা চান না। কেবল আসন্ন অক্টোবর নির্বাচনের পূর্ব পর্যন্ত দায়িত্ব পালন করবেন যাতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়। তিনি আরও জানান, সেই নির্বাচনে তিনি প্রার্থী হবেন না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ