চলমান আন্দোলনের কারণে সকল স্নাতক পরীক্ষা স্থগিত করল বুয়েট
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত সকল স্নাতক পর্যায়ের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
বুধবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। রেজিস্ট্রার অধ্যাপক ড. এন. এম. গোলাম জাকারিয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন স্তর ও টার্মের সকল পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনার ভিত্তিতে নেয়া হবে।
এই ঘোষণা আসে এমন সময় আসল যখন বুয়েটসহ দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক আন্দোলনে নেমেছেন। শুরুতে আন্দোলনকারীরা নবম গ্রেডের প্রকৌশলী পদে নিয়োগ প্রক্রিয়ায় সংস্কারের দাবি জানান। তাদের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে-সকল প্রার্থীর জন্য বাধ্যতামূলক প্রতিযোগিতামূলক পরীক্ষা,
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিএসসি ডিগ্রি এবং কোটা ভিত্তিক পদোন্নতি ও ভিন্ন নামে সমমানের পদ সৃষ্টির বিরুদ্ধে নিষেধাজ্ঞা।
বুধবার আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে যখন প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর আন্দোলনকারীরা তাদের দাবি তিনটি থেকে বাড়িয়ে পাঁচটিতে উন্নীত করেন এবং সরকার গঠিত মধ্যস্থতাকারী কমিটিকে প্রত্যাখ্যান করেন।
পরীক্ষা স্থগিতের বিষয়ে এখনো নতুন কোনো তারিখ ঘোষণা করেনি বুয়েট কর্তৃপক্ষ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে