প্রকৌশলীদের অপমানের প্রতিবাদে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
সারাদেশের প্রকৌশলীদের ‘কুলাঙ্গার’ আখ্যায়িত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বুয়েট শিক্ষার্থীরা। এর প্রতিবাদে বুধবার (২০ আগস্ট) মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে কটূক্তিকারীদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানান আন্দোলনকারীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “আমাদের কুলাঙ্গার বলা হয়েছে। অথচ তারা প্রকৃত ইঞ্জিনিয়ার নন, তবুও নিজেদের ইঞ্জিনিয়ার দাবি করেন। প্রকৌশলী বলতে শুধু বিএসসি ডিগ্রিধারীরাই নিজেদের পরিচয় দিতে পারেন।”
তারা আরও জানান, অভিযুক্তরা প্রকাশ্যে ক্ষমা না চাইলে সারাদেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
বিক্ষোভকারীরা জানান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের সাত দফা দাবি সম্পূর্ণ অযৌক্তিক। তাদের অভিযোগ, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অবৈধভাবে কোটার দাবি তুলে মেধাবিরোধী সুবিধা আদায়ের চেষ্টা করছে।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “১০ম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়াররা আবেদন করতে পারে না। কিন্তু ডিপ্লোমা কোটা তৈরি করে রাখা হয়েছে। এতে অবৈধ প্রমোশনের মাধ্যমে আমাদের নিয়োগ সংকুচিত করে রাখা হয়েছে।”
শিক্ষার্থীরা আরও বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান বৈষম্যের বিরুদ্ধে হয়েছিল, তাই প্রকৌশল খাতেও কোনো ধরনের কোটাপ্রথা মেনে নেওয়া হবে না। একইসঙ্গে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধাভিত্তিক অবস্থানে একত্র হওয়ার আহ্বান জানান তারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে