Views Bangladesh Logo

সাইবার নিরাপত্তা আইনে বুয়েট শিক্ষার্থী গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে। শান্ত রায় নামে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হওয়ার পর বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান সিরাজ।

ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে বুয়েট শিক্ষার্থীদের প্রতিবাদের পর মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানান চকবাজার থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক।

শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে একটি বেনামি অ্যাকাউন্ট ব্যবহার করে নারীদের নিয়ে অশ্লীল, অবমাননাকর ও যৌন হয়রানিমূলক মন্তব্য করেছেন।

তারা আরও দাবি করেন, ওই শিক্ষার্থী তার এক পোস্টে ধর্ষণের কথাও স্বীকার করেছেন।

বুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযুক্ত শিক্ষার্থীকে বুয়েট থেকে সাময়িক বহিষ্কার করেন।

গত রাত থেকে শিক্ষার্থীরা অভিযুক্তের শাস্তির দাবিতে সড়কে অবস্থান নেন। এরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পদক্ষেপ নেয়।

আজ ভোরে বুয়েট ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাধারণ শিক্ষার্থীরা কেন্দ্রীয় খেলার মাঠের পাশে অবস্থিত ছাত্রকল্যাণ দপ্তর (ডিএসডব্লিউ) ভবনের সামনে জড়ো হন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ