Views Bangladesh Logo

সহপাঠীকে প্রাণনাশের হুমকিসহ তিন দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

হপাঠীকে প্রাণনাশের হুমকিসহ তিন দফা দাবির প্রতিবাদে সোমবার গভীর রাতে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—নবম গ্রেডের প্রকৌশলী পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম বিএসসি ডিগ্রি না থাকলে অযোগ্য ঘোষণা করার আহ্বান।

এই বিক্ষোভের সূত্রপাত ঘটে বুয়েট শিক্ষার্থী রোকনের ওপর ডিপ্লোমা প্রকৌশলীদের একটি দলের হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগকে কেন্দ্র করে। শিক্ষার্থীরা দাবি করেন, ওই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ১২ ঘণ্টার মধ্যে আইনি ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি তাদের দাবিগুলো বাস্তবায়নে একটি কমিশন গঠনেরও দাবি জানান তারা।

শিক্ষার্থীরা সতর্ক করে দিয়ে বলেন, ‘আমাদের দাবি পূরণ না হলে আগামী দিনগুলোতে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।’ বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগোতে থাকলে পরিবাগ মোড়ে পারিবাগ তাদের বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে ২৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন বুয়েট শিক্ষার্থীরা। তাদের মূল দাবিগুলো হলো-রোকনকে হুমকি ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নবম গ্রেডের প্রকৌশলী পদে ন্যূনতম বিএসসি ডিগ্রি ছাড়া কাউকে নিয়োগ না দেয়া এবং দাবিগুলো বাস্তবায়নে একটি কমিশন গঠন করা।

এদিকে এই আন্দোলনের ফলে শাহবাগ এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে গ্র্যাজুয়েট প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে নিয়োগ সংক্রান্ত মানদণ্ড নিয়ে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই আন্দোলন নতুন মাত্রা যোগ করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ