Views Bangladesh Logo

বৌদ্ধদের শুভ প্রবারণা পূর্ণিমা আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ সোমবার (৬ অক্টোবর)। বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী ‘বর্ষাবাস’ সমাপনী উপলক্ষে এই পূর্ণিমা উদযাপন করে বৌদ্ধ সম্প্রদায়।

বৌদ্ধদের বিশ্বাস, এই পূর্ণিমা পালনের মাধ্যমে ভিক্ষু ও গৃহীদের পাপমোচন হয়। প্রবারণা শব্দের অর্থ হলো খারাপ কাজ বারণ করা এবং ভালো কাজকে বরণ করে নেয়া। এই দিনে বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপপূজা, ফানুস ওড়ানোসহ নানা ধর্মীয় আচার পালন করা হয়। এই পূর্ণিমার পরের দিন থেকেই দেশের বিভিন্ন বিহারে শুরু হয় বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দান’।

'শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান' উপলক্ষে গত শনিবার বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশসহ বিশ্বের সব বৌদ্ধ ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বিশ্বে বিরাজমান অস্থিরতা দূরীকরণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ‘বুদ্ধের শিক্ষা’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

রোববার রাতে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় গণমাধ্যমকে জানান, আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনের পূর্ণিমা পর্যন্ত তিন মাস তারা উপবাস থাকেন, যে সময়টাকে ‘বর্ষাবাস’ বলা হয়। আজ সোমবার এই তিন মাস শেষ হচ্ছে এবং এদিন তারা প্রবারণা পূর্ণিমা উদযাপন করছেন।

তিনি আরও বলেন, এটি বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব; তাঁদের প্রথম বৃহত্তম ধর্মীয় উৎসব হলো *বুদ্ধপূর্ণিমা*।

বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ৬টায় জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল ৭টা ১০ মিনিটে ভিক্ষু সংঘের প্রাতরাশ এবং সকাল সাড়ে ৯টায় শীল গ্রহণ ও বুদ্ধপূজা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় ভিক্ষু সংঘের পিণ্ডদান এবং বিকেল ৪টা ২৫ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় সাড়ে ৬টায় আলোকসজ্জা ও বর্ণাঢ্য ফানুস উৎসব পালিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ