২ হাজার ডলার বেতনে ইরানি কোচ আনছে বাংলাদেশ
দুই মাসের মেয়াদী চুক্তি শেষে দেশে ফিরে গেছেন থাইল্যান্ডের কোচ পাতারার্তোন পাসারা। তার শূন্যস্থান পূরণে এবার ইরান থেকে নতুন কোচ আনছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। ইরানি নারী কোচ মিদিয়া লোতফোলাহনাসাবি নভেম্বরের শেষ সপ্তাহে ঢাকায় আসবেন বলে জানিয়েছে ফেডারেশন। প্রাথমিকভাবে তার সঙ্গে তিন মাসের চুক্তি হলেও লক্ষ্য রয়েছে তা পরবর্তীতে দুই বছর পর্যন্ত বাড়ানোর।
মিদিয়া ইরানের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন এবং বিশ্ব টেবিল টেনিস ফেডারেশনের লেভেল–ওয়ান ও লেভেল–টু কোচিং কোর্স সম্পন্ন করেছেন। কুর্দিস্তান টেবিল টেনিস বোর্ডে কোচ হিসেবে কাজের অভিজ্ঞতার পাশাপাশি তিনি ইরান জাতীয় দলের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ সনেট বলেন, ‘থাইল্যান্ডের কোচের ব্যস্ততার কারণে তাকে আর পাওয়া যায়নি। তাই দীর্ঘমেয়াদে আমাদের খেলোয়াড়দের উন্নতির জন্য ইরানি সহকারী কোচকে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় দল ছাড়াও বয়সভিত্তিক দলগুলো তার অধীনে প্রশিক্ষণ পাবে।’
নতুন এই কোচকে মাসিক দুই হাজার ডলার বেতন দেওয়া হবে। পাশাপাশি থাকার ও খাওয়ার জন্য মাসে আরও দেড় হাজার ডলার ব্যয় বহন করবে ফেডারেশন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে