Views Bangladesh Logo

বুধবার বিটিআরসিতে উদ্ভাবনী প্রযুক্তির মেলা

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী বুধবার (২৩ জুলাই) ‘টেলিকম ও ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২৫’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিটিআরসির সদর দপ্তরে চলবে দিনব্যাপী এই প্রদর্শনী।

এ বছর ২০টি প্রতিষ্ঠান তাদের ৩২টি ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শন করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আয়োজকরা আশা করছেন, এই আয়োজন তরুণ প্রযুক্তিবিদ, উদ্যোক্তা এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করবে এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগের প্রসারে সহায়ক হবে।

সাধারণ মানুষের জন্য উন্মুক্ত এ প্রদর্শনীর লক্ষ্য দেশের চলমান ডিজিটাল রূপান্তরকে আরও শক্তিশালী করা। একইসঙ্গে ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণে তরুণদের প্রযুক্তিনির্ভর দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে অনুপ্রেরণা দেবে এই আয়োজন।

আয়োজকরা জানান, প্রদর্শনীতে দেশের টেলিযোগাযোগ ও ডিজিটাল প্রযুক্তি খাতে সম্ভাবনাময় উদ্ভাবনগুলো তুলে ধরা হবে, যা ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ