১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেয়ার নির্দেশ
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে ‘ফ্রি ইন্টারনেট ডে’ উপলক্ষে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বুধবার (৯ জুলাই) বিটিআরসি অপারেটরদের এই নির্দেশনা দেয়।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মঙ্গলবার (৮ জুলাই) বিটিআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এরপরই অপারেটরদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
বিটিআরসি জানিয়েছে, এই ফ্রি ডেটার মেয়াদ হবে পাঁচ দিন।
জনসাধারণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে এবং ডিজিটাল স্বাধীনতা প্রচারের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।
অফার কার্যকর হওয়ার আগে গ্রাহকদের এসএমএসের মাধ্যমে অবহিত করতেও অপারেটরদের নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, দিবসটি যথাযথভাবে পালন এবং গ্রাহকদের সুবিধা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে।
বিটিআরসি আরও জানিয়েছে, ‘ডিজিটাল স্বাধীনতার প্রতীকী এই উদ্যোগ’ জনস্বার্থে গৃহীত এবং জুলাই আন্দোলনের ঐতিহাসিক চেতনার সঙ্গে সম্পর্কিত।
এ বিষয়ে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘আমরা জুলাইয়ের চেতনা এবং ইন্টারনেট ব্যবহারের অধিকারকে সম্মান জানাতে আগ্রহী। নির্দেশনাটি পর্যালোচনা করে দ্রুত পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন দমাতে ২০২৪ সালের ১৮ জুলাই শেখ হাসিনা সরকার দেশের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট ব্ল্যাকআউট করেছিল। পরে অন্তর্বর্তী সরকার দিনটিকে ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে