Views Bangladesh Logo

দাম অপরিবর্তিত রেখে দ্রুতগতির ইন্টারনেট প্যাকেজ চালু করল বিটিসিএল

মাসিক মূল্য না বাড়িয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) তাদের সব বিদ্যমান ইন্টারনেট প্যাকেজে কয়েক গুণ গতি বাড়িয়েছে।

গ্রাহকদের উন্নত ডিজিটাল সেবা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ব্যবস্থায় গ্রাহকেরা একই খরচে আগের তুলনায় অনেক বেশি গতির ইন্টারনেট পাবেন। এতে অনলাইন শিক্ষা, অফিসের কাজ, ভিডিও দেখা, গেমিংসহ নানা ডিজিটাল সেবা ব্যবহার আরও সহজ ও স্বাচ্ছন্দ্য হবে।

কোন প্যাকেজে কত গতি
নতুন ঘোষণায় প্যাকেজগুলোর গতি বাড়ানো হয়েছে এভাবে—

মাসিক ৩৯৯ টাকার ৫ এমবিপিএস ‘সুলভ-৫’ প্যাকেজ এখন ২০ এমবিপিএস ‘সাশ্রয়ী-২০’

৫০০ টাকার ১২ এমবিপিএস ‘সুলভ-১২’ প্যাকেজ এখন ২৫ এমবিপিএস ‘সাশ্রয়ী-২৫’

৫০০ টাকার ১৫ এমবিপিএস ‘ক্যাম্পাস-১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ‘ক্যাম্পাস-৫০’

৮০০ টাকার ১৫ এমবিপিএস ‘সুলভ-১৫’ প্যাকেজ এখন ৫০ এমবিপিএস ‘সাশ্রয়ী-৫০’

১ হাজার ৫০ টাকার ২০ এমবিপিএস ‘সুলভ-২০’ প্যাকেজ এখন ১০০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১০০’

১ হাজার ১৫০ টাকার ২৫ এমবিপিএস ‘সুলভ-২৫’ প্যাকেজ এখন ১২০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১২০’

১ হাজার ৩০০ টাকার ৩০ এমবিপিএস ‘সুলভ-৩০’ প্যাকেজ এখন ১৩০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৩০’

১ হাজার ৫০০ টাকার ৪০ এমবিপিএস ‘সুলভ-৪০’ প্যাকেজ এখন ১৫০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৫০’

১ হাজার ৭০০ টাকার ৫০ এমবিপিএস ‘সুলভ-৫০’ প্যাকেজ এখন ১৭০ এমবিপিএস ‘সাশ্রয়ী-১৭০’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকেরা আরও দ্রুত, নির্ভরযোগ্য ও মানসম্মত ইন্টারনেট সেবা পাবেন। এতে দেশের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়া আরও জোরদার হবে। গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করাই বিটিসিএলের প্রধান লক্ষ্য, এবং ভবিষ্যতেও এ ধরনের গ্রাহকবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ