১৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ১৪ জন বাংলাদেশিকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরবর্তীতে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টা ২৫ মিনিটে আটকদের হরিপুর থানায় সোপর্দ করা হয়। এর আগে সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে হরিপুর বিওপির বসতপুর এলাকা থেকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটকদের বিএসএফ থেকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
আটকরা হলেন মোঃ মন্টু (৪০), তার স্ত্রী মোছাঃ নাজেরা খাতুন (৩৮) ও দুই ছেলে নজরুল (২২) ও নুর আলম (১৯), মোঃ আব্দুর রাজ্জাক (২৪), তার স্ত্রী নাজমিন (২০) ও দুই মেয়ে রূকসার (৩) ও রেহেনা (১), মোঃ আসাদুল (৩৫), তার মা আছিয়া (৫০), স্ত্রী পারুল (৩২) এবং তিন সন্তান আলামিন আলী (১৬), আশা মনি (৯) ও আরিফ (৫)।
বিজিবি সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট বিকেলে ঠাকুরগাঁও ব্যাটালিয়নের (৫০ বিজিবি) বেতনা বিওপির সামনে ভারতের কাদেরগঞ্জ এলাকার সীমান্ত পিলার ৩৬৫/২ এস থেকে প্রায় ১২০০ গজ ভেতরে আটকদের আটক করে বিএসএফ। আটকদের সবাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা ২০২০ সালে ভারতের হরিয়ানা রাজ্যের পানিপাথ জেলার একটি কারখানায় কাজ করতেন। সম্প্রতি দেশে ফেরার পথে তাদের আটক করা হয়েছে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, আটকদের হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে