সাতক্ষীরা সীমান্তে আটক ৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
সাতক্ষীরা সীমান্ত থেকে আটক করা আটজন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার তালুইগাছা সীমান্ত পয়েন্টে বিএসএফের আমুদিয়া ক্যাম্প এবং বিজিবির মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। আটজনকে ওই রাতেই সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
বিজিবির সাধারণ ডায়েরি (জিডি) অনুযায়ী, গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্টের কাছে সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় বিএসএফের হাতে এই আট বাংলাদেশি আটক হন।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- খুলনার কয়রা উপজেলার নকসা গ্রামের মো. মনি বিশ্বাসের ছেলে মো. হারুন (৩০), ময়মনসিংহের ফুলবাড়ীর ধামোর গ্রামের শামসুল আলমের স্ত্রী জেবা সাবীহা বিনতে করিম (২২), মো. সুজনের স্ত্রী জান্নাত বেগম (৩৫), নারায়ণগঞ্জের ভূঁইগড় গ্রামের আব্দুল আলিমের স্ত্রী নিপা (৩৯), যশোরের অভয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামের মো. ইকরামুল বিশ্বাস (২৪) এবং তার স্ত্রী রহিমা খাতুন (২৪), সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুরিয়া গ্রামের সবুজ মণ্ডলের স্ত্রী রূপা রানী (২৮) এবং সাতক্ষীরার মহিষকুড় গ্রামের রবীন্দ্র নাথ প্রামাণিকের ছেলে অনাদি রঞ্জন প্রামাণিক (৪২)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল হক বলেন, ‘কর্তৃপক্ষ তাদের পরিচয় যাচাই করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করবে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে