Views Bangladesh Logo

গুলি করে হত্যার তিনদিন পর লাশ ফেরত দিয়েছে বিএসএফ

 VB  Desk

ভিবি ডেস্ক

ওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর গুলিতে ইব্রাহিম (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। ঘটনার তিনদিন পর ভারতের পক্ষ থেকে হত্যার বিষয়টি স্বীকার করে তার মরদেহ ফেরত দেওয়া হয়েছে।

শনিবার (৫ জুলাই) রাত ৯টার দিকে বিজিবি ও বিএসএফ-এর কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি বাংলাদেশে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ-১৬ বিজিবির নিতপুর ক্যাম্প ইনচার্জ সুবেদার মাহফুজুর রহমান। নিহত ইব্রাহিম সাপাহার উপজেলার রোদগ্রামের বাসিন্দা এবং মৃত সৈয়দ আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২ জুলাই) দিবাগত রাতে ইব্রাহিম ভারতের আগ্রাবাদ এলাকায় যান মহিষ আনতে। সেখান থেকে ভোরে একজোড়া মহিষ নিয়ে ফিরে আসার সময় ভারতের অভ্যন্তরে, ২২৮ নম্বর সীমান্ত পিলার থেকে প্রায় ৫০০ গজ ভিতরে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা মরদেহ নিয়ে যায়।

প্রথমে বিএসএফ গুলির ঘটনা অস্বীকার করে। তবে বিজিবির বারবার যোগাযোগ এবং লিখিত চিঠিপত্র আদান-প্রদানের পর বিএসএফ শেষ পর্যন্ত হত্যার বিষয়টি স্বীকার করে এবং মরদেহ ফেরত দেয়।

নওগাঁ-১৬ বিজিবির সুবেদার মাহফুজুর রহমান বলেন, 'প্রথমে বিএসএফ হত্যার ঘটনা মানতে চায়নি। আমরা বারবার যোগাযোগ করায় তারা পরে সত্যতা স্বীকার করে মরদেহ হস্তান্তর করে।'

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, যেহেতু ঘটনাস্থল ভারতের অভ্যন্তরে, তাই ময়নাতদন্তও সেখানেই সম্পন্ন হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ