Views Bangladesh Logo

চুনারুঘাট সীমান্তে ৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

 VB  Desk

ভিবি ডেস্ক

বিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক হওয়া তিন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১১টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এরপর বিজিবি তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করে।

ফেরত আসা ব্যক্তিরা হলেন— পটুয়াখালীর গলাচিপা উপজেলার দোলো হাওলাদারের মেয়ে বিথী হাওলাদার (২৫), নড়াইল সদর উপজেলার রকিব আলীর মেয়ে নূরজাহান বেগম (৪৫) এবং নড়াইলের সিঙ্গিয়া উপজেলার জালাল শেখের ছেলে নান্নু শেখ (৪৯)।

পুলিশ জানায়, স্থানীয় দালালচক্রের সহায়তায় বৈধ কাগজপত্র ছাড়াই তারা চুনারুঘাটের বাল্লা সীমান্ত হয়ে ভারতের মুম্বাইয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সীমান্ত পার হওয়ার পরপরই বিএসএফ তাদের আটক করে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তিনজনকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ