Views Bangladesh Logo

তিন সীমান্ত দিয়ে ৫৩ জন বাংলাদেশিকে পুশইন বিএসএফের

 VB  Desk

ভিবি ডেস্ক

নারী ও শিশুসহ ৫৩ জন বাংলাদেশিকে তিনটি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১৬ জুলাই) সকালে সুনামগঞ্জের ছাতক এবং সিলেটের কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, বাংলাদেশ ভূখণ্ডের প্রায় ২০০ গজ ভেতরে কোম্পানীগঞ্জের বাত্রাইয়ের কালাইরাগ সীমান্তের কাছে সাতটি পরিবারের ১৯ জনকে আটক করা হয়েছে। ওই দলে রয়েছেন পাঁচজন পুরুষ, নয়জন নারী এবং পাঁচজন শিশু। তাদের ১৭ জন নড়াইল এবং বাকিরা কুষ্টিয়া ও খুলনার বাসিন্দা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ জানান, আটককৃতদের থানায় আনা হয়েছে।

অন্যদিকে জৈন্তাপুরের শ্রীপুর রংপানি থেকে আটক নয়টি পরিবারের ১৩ জনের মধ্যে আছেন দুজন পুরুষ, আটজন নারী এবং তিনজন শিশু। তারা যশোর, হবিগঞ্জ, নরসিংদী, সিলেট, সাতক্ষীরা, নড়াইল ও বরিশালের বাসিন্দা।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মো. বদরুজ্জামান জানান, তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

তৃতীয় ঘটনায় ছাতক উপজেলার নোয়াকুট সীমান্তে আটটি পরিবারের ২১ জনকে ঠেলে পাঠানো হয়েছে। এই দলে রয়েছেন চারজন পুরুষ, ১৫ জন নারী ও দুজন শিশু। তারা সিলেট, যশোর, নড়াইল ও সাতক্ষীরার বাসিন্দা।

সিলেটের ৪৮ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, প্রাথমিক যাচাইয়ে নিশ্চিত হওয়া গেছে, ৫৩ জনই বাংলাদেশি নাগরিক, যারা এর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

তিনি বলেন, বিএসএফ জোরপূর্বক সীমান্ত পার করে দেয়ার পর পরই বিজিবি তাদের আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

@Orchi তুলে দাও।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ