পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৪ বাংলাদেশিকে বিএসএফের ‘পুশইন’
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পঞ্চগড়ের দুটি সীমান্ত পয়েন্ট দিয়ে ২৪ জন বাংলাদেশিকে বাংলাদেশে ‘পুশইন’ করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে ৮ জন শিশু রয়েছে।
বুধবার দিবাগত (১৬ জুলাই) রাতে বোদা উপজেলার মালকাডাঙ্গা দরিয়া মোড় সীমান্ত এবং পঞ্চগড় সদর উপজেলার শিনরোড সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকায় সন্দেহভাজন কিছু লোককে দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি গিয়ে তাদের উদ্ধার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ১৭ জনকে বোদা থানা এবং ৬ জনকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে।
বিজিবির তথ্যমতে, এই ব্যক্তিরা আগে অবৈধভাবে ভারত প্রবেশ করে দিল্লি ও গুজরাটসহ বিভিন্ন এলাকায় কাজ করছিলেন। সেখানে ভারতীয় পুলিশের হাতে আটক হওয়ার পর বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়।
এই ২৪ জনের বেশিরভাগই নড়াইল ও বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাদের মধ্যে একজন নিজের পরিচয় নিশ্চিত করতে পারেননি—বিজিবির ধারণা, তিনি ভারতীয় নাগরিকও হতে পারেন। বিষয়টি তদন্তাধীন।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে