Views Bangladesh Logo

পঞ্চগড় সীমান্ত দিয়ে ২৪ বাংলাদেশিকে বিএসএফের ‘পুশইন’

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পঞ্চগড়ের দুটি সীমান্ত পয়েন্ট দিয়ে ২৪ জন বাংলাদেশিকে বাংলাদেশে ‘পুশইন’ করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে ৮ জন শিশু রয়েছে।

বুধবার দিবাগত (১৬ জুলাই) রাতে বোদা উপজেলার মালকাডাঙ্গা দরিয়া মোড় সীমান্ত এবং পঞ্চগড় সদর উপজেলার শিনরোড সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকায় সন্দেহভাজন কিছু লোককে দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি গিয়ে তাদের উদ্ধার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ১৭ জনকে বোদা থানা এবং ৬ জনকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করে।

বিজিবির তথ্যমতে, এই ব্যক্তিরা আগে অবৈধভাবে ভারত প্রবেশ করে দিল্লি ও গুজরাটসহ বিভিন্ন এলাকায় কাজ করছিলেন। সেখানে ভারতীয় পুলিশের হাতে আটক হওয়ার পর বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়।

এই ২৪ জনের বেশিরভাগই নড়াইল ও বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাদের মধ্যে একজন নিজের পরিচয় নিশ্চিত করতে পারেননি—বিজিবির ধারণা, তিনি ভারতীয় নাগরিকও হতে পারেন। বিষয়টি তদন্তাধীন।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ