Views Bangladesh Logo

দুর্গাপুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করল বিএসএফ

 VB  Desk

ভিবি ডেস্ক

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২১ বাংলাদেশিকে বাংলাদেশে পুশইন করেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে আড়াপাড়া সীমান্ত এলাকা দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হলে বিজিবির বিজয়পুর বিওপির সদস্যরা তাদের আটক করেন।

আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ এবং ১৯ জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) সদস্য রয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের দিল্লির বিভিন্ন এলাকা থেকে গোয়েন্দা নজরদারির মাধ্যমে এসব বাংলাদেশিকে শনাক্ত করে ২৯ জুন একত্রিত করা হয়। এরপর ৯ জুলাই দিল্লির নাজিরাবাদ বিমানবন্দর থেকে বিমানযোগে তাদের আসামে আনা হয়। সেখান থেকে বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে প্রায় ১০০ গজ অগ্রসর হয়ে আড়াপাড়া এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়।

বিজিবির নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম কামরুজ্জামান জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আইনগত প্রক্রিয়া এবং সাধারণ ডায়েরি (জিডি) সম্পন্ন হওয়ার পর তারা নিজ নিজ এলাকায় ফিরে যেতে পারবেন বলে জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ