Views Bangladesh Logo

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ

মৌলভীবাজার জেলার বড়লেখা থানার বাতামোড়াল এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১০ বাংলাদেশিকে পুশ-ইন করেছে। শনিবার (৫ জুলাই)সকালে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) আওতাধীন নিউপাল্লাথল বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল দল তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন নারী রয়েছেন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, তারা পাহাড়ি এলাকায় ঘোরাঘুরির সময় সন্দেহজনকভাবে ধরা পড়েন।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, আনুমানিক ১ থেকে ৬ মাস আগে কাজের উদ্দেশ্যে সিলেট ও কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তারা সাতক্ষীরা, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা বলে জানা গেছে।

বিজিবি জানিয়েছে, আটককৃতদের পরিচয় নিশ্চিত করার পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ