Views Bangladesh Logo

পঞ্চগড় সীমান্তে বিএসএফের পুশ-ইন, নারী-পুরুষসহ আটক ১৭

 VB  Desk

ভিবি ডেস্ক

ঞ্চগড় সীমান্তের দুটি পৃথক পয়েন্ট দিয়ে নারী-পুরুষসহ ১৭ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বিজিবির সদস্যরা তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত দিয়ে সাতজন পুরুষকে পুশ ইন করা হয়। পরে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করেন। একইদিন সকালে পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্ত দিয়ে আরও ১০ জনকে পুশ ইন করে বিএসএফ। এদের মধ্যে একজন পুরুষ ও নয়জন নারী রয়েছেন, যাদেরকে আটক করেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

বিজিবি ও পুলিশ জানিয়েছে, আটক বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে পরে বিএসএফের মাধ্যমে সীমান্তে পাঠায়।

বিজিবি জানায়, বুধবার (৩০ জুলাই) গভীর রাতে তেঁতুলিয়ার সুকানি বিওপি সীমান্ত দিয়ে সাতজন পুরুষকে পুশ ইন করে বিএসএফ। পরে তারা ভজনপুর এলাকায় আশ্রয় নিলে স্থানীয়দের সহায়তায় বিজিবি তাদেরকে আটক করে। একইভাবে পঞ্চগড় সদরের হারিভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত দিয়ে আরও ১০ জনকে পুশ ইন করা হয়। তাদেরকেও হেফাজতে নেয় বিজিবি।

আটক ব্যক্তিরা হবিগঞ্জ, সিলেট, ফরিদপুর, খাগড়াছড়ি, গোপালগঞ্জ, কক্সবাজার, বরিশাল, যশোর, নরসিংদী ও নওগাঁ জেলার বাসিন্দারা।

এ বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম এবং নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী কমান্ডার (২আইসি) মেজর কাজী আসিফ আহমদ সংবাদমাধ্যমকে জানান, আটককৃতদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের পরিচয় নিশ্চিতকরণসহ পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা নেয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ