মুজিবনগর সীমান্ত দিয়ে ৩ নারীকে পুশইন করল বিএসএফ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন নারীকে বাংলাদেশে পুশইন করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা তাদের আটক করে মুজিবনগর থানায় হস্তান্তর করেছেন।
আটককৃতরা হলেন বাগেরহাট জেলার মমতা বেগম (৬০) এবং তার দুই মেয়ে ময়না বেগম (৩০) ও মাহিনুর (২৫)।
পুলিশ জানায়, মমতা বেগম গত ৩০ বছর ধরে অবৈধভাবে ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করছিলেন। তার দুই মেয়ে সেখানেই জন্মগ্রহণ করেছেন এবং লেখাপড়া করেছেন। গত রোববার হঠাৎ সেখানকার পুলিশ তাদের বাড়ি থেকে ধরে নিয়ে যায় এবং বিএসএফের হাতে তুলে দেয়। বিএসএফ আজ সকালে কাঁটাতার পার করে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। দারিয়াপুর সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১১২-এর ৩ এস পিলার এলাকা থেকে বিজিবি তাদের আটক করে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটক তিনজনের ঠিকানা যাচাইয়ের জন্য বাগেরহাটের পুলিশের কাছে বার্তা পাঠানো হয়েছে। ঠিকানা ও পরিচয় সঠিক প্রমাণিত হলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে