Views Bangladesh Logo

দিনাজপুর সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করল বিএসএফ

 VB  Desk

ভিবি ডেস্ক

দিনাজপুরের দুটি পৃথক সীমান্ত দিয়ে ২০ জন বাংলাদেশিকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (৯ জুন) রাতে এই পুশইনের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।

তিনি জানান, দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। পরে সীমান্তে টহলরত বিজিবির সদস্যরা তাদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দুই পুরুষ, দুই নারী এবং ৯ শিশু।

এ ছাড়া, একই রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দুরিয়া সীমান্ত দিয়ে আরও সাতজনকে বাংলাদেশে পাঠায় বিএসএফ। তাদেরও আটক করেছে বিজিবি। এদের মধ্যে রয়েছে দুই নারী, দুই পুরুষ এবং তিন শিশু।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ