Views Bangladesh Logo

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ সদস্য গুলিবিদ্ধ

ভারত–বাংলাদেশ সীমান্তের ত্রিপুরা অংশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক সদস্য (জওয়ান) গুলিবিদ্ধ হয়েছেন। উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিবিসি বাংলা জানিয়েছে, আহত জওয়ানের নাম বিপিন কুমার (৩৫)। তিনি বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য। কর্তব্যরত অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি হাসপাতালে পাঠানো হয়।

ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্জী সাংবাদিকদের জানান, আহত বিএসএফ সদস্যের শরীরে আগ্নেয়াস্ত্রের দুটি জখম পাওয়া গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হলেও প্রাথমিক চিকিৎসার পর কিছুটা স্থিতিশীল হয়েছে।

বর্তমানে আগরতলার জিবি হাসপাতালে ওই জওয়ানের চিকিৎসা চলছে।

এ ঘটনায় বিএসএফের স্থানীয় বা দিল্লির সদর দফতর থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিএসএফের ওই সদস্যকে লক্ষ্য করে কোথা থেকে গুলি ছোড়া হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ