Views Bangladesh Logo

মেহেরপুর সীমান্তে ৩৯ জনকে হস্তান্তর করলো বিএসএফ

 VB  Desk

ভিবি ডেস্ক

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মঙ্গলবার (১৯ আগস্ট) ৩৯ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে।

দুপুরে সীমান্তের ১৪৭ নম্বর মেইন পিলারের কাছে এই হস্তান্তর সম্পন্ন হয়।

এর আগে সীমান্তে আনুষ্ঠানিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের ১১ বিএসএফ গান্দিনা ক্যাম্পের এসি সুনিল কুমার। বাংলাদেশের পক্ষে ছিলেন কাজিপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার কায়ূম হোসেন ও আসাবুর রহমান।

এ সময় গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এবং গাংনী থানার ওসি বানী ইসরাইলও উপস্থিত ছিলেন।

কাজিপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার কায়ূম হোসেন বলেন, হস্তান্তর করা ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। ভিন্ন ভিন্ন সময়ে গরু রাখাল, শ্রমিক কিংবা পরিবারের কাজের সন্ধানে সীমান্ত পেরিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। অনেকে সেখানে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। ভারতীয় পুলিশ ও বিএসএফের হাতে আটক হওয়ার পর আদালতের আনুষ্ঠানিকতা শেষে তাদের সীমান্তে এনে বাংলাদেশের কাছে ফেরত দেওয়া হয়।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা ৩৯ জনকে গাংনী থানায় নেওয়া হয়েছে। তাদের পরিচয় ও জেলার তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। নিশ্চিত হওয়ার পর প্রত্যেককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ