Views Bangladesh Logo

ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ১৫ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।


বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলার তালুইগাছার হাকিমপুর চেকপোস্টে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারী, পুরুষ ও শিশুসহ এই ১৫ জনকে গত বুধবার (২৭ আগস্ট) রাতে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক করে বিএসএফ।

আটকদের মধ্যে রয়েছেন—সাতক্ষীরা শ্যামনগরের পশ্চিম কৈখালী গ্রামের আব্দুর রব সরদারের ছেলে মো. সেকেন্দার হোসেন (৩৩), শ্যামনগরের নকিপুর গ্রামের কালাচাঁদ গাজীর ছেলে মো. আব্দুল্লা গাজী (৩৮), শ্যামনগরের যোগেন্দ্রনগর গ্রামের মো. সুজাত আলী গাজীর মেয়ে ঝর্ণা খাতুন (৩৮), পিরোজপুর জেলার খানাকুনিয়ারী গ্রামের এছাহাক মোল্লার ছেলে রুহুল আমিন (৪০), রুহুল আমিনের স্ত্রী শেফালী বেগম (৩৫), মেয়ে সুমাইয়া আক্তার (৭), শ্যামনগরের কালিঞ্চি গোলাখালী এলাকার মিকাইল মোল্লার স্ত্রী মোছা. নাজমা বিবি (৩৩), মেয়ে মাহেরা আক্তার (০৬), ছেলে নাজমুল হাসান নাইম (১৬), মেয়ে মিনা (১৩), খুলনার বাটিয়াঘাটা কৃষ্ণনগর, জলমা এলাকর মৃত জিয়ারুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম (৪৪), মেয়ে হাসিনা খাতুন (১০), শ্যামনগর নওয়াবেঁকীর পূর্ব বিড়ালক্ষী গ্রামের আবিয়ার রহমান শেখের মেয়ে মোছা. মাফুজা খাতুন (৩৪), মেয়ে তানিয়া সুলতানা (১০), ছেলে মাফুজ রহমান (২)।

বিএসএফের আমুডিয়া কোম্পানি কমান্ডার পরিদর্শক দিবাজ্যোতি ডলি এবং বিজিবির তালুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাশেমের উপস্থিতিতে একটি পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। বৈঠকের পর বিজিবির একটি টহল দল আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় নিয়ে যায়।

এছাড়া থানায় হস্তান্তর সংক্রান্ত একটি সাধারণ ডায়েরিও (জিডি) নথিভুক্ত করেন নায়েব সুবেদার আবুল কাশেম।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ‘আটককৃতরা এখন পুলিশি হেফাজতে আছে। তাদের ব্যক্তিগত তথ্য এবং পরিচয় যাচাই করা হচ্ছে। যাচাই প্রক্রিয়া শেষ হলে তাদের আইনি অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ