ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে বাবা ও তিন ছেলে আটক
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাবা ও তার তিন ছেলে আটক হয়েছেন।
আটককৃতরা হলেন-বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কাশুয়া বাদাম বাড়ি গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৫০) এবং তার তিন ছেলে সাদ্দাম হোসেন, মোহাম্মদ মিস্টার ও মোহাম্মদ আলফাস। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা কাজের সন্ধানে ভারতে যাচ্ছিলেন।
বিএসএফ সূত্রে জানা গেছে, সোমবার (৫ আগষ্ট) রাত পৌনে দেড়টার দিকে নজরুল ইসলাম তার তিন ছেলেকে নিয়ে নাগরভিটা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করেন। এ সময় ভারতের বামন বাড়ি ক্যাম্পের বিএসএফের একটি টহল দল তাদের আটক করে। বর্তমানে তারা বিএসএফের হেফাজতে রয়েছেন।
সূত্র আরও জানায়, বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫০ ব্যাটালিয়নকে আটকের বিষয়টি অবহিত করেছে।
ঠাকুরগাঁও বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিরা প্রকৃতপক্ষে বাংলাদেশি নাগরিক কি না, তা শনাক্ত করার প্রক্রিয়া চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি বিএসএফের সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে