Views Bangladesh Logo

ত্রিপুরা সীমান্তে বিজিবি সদস্যকে আটকের দাবি বিএসএফের

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) এক সদস্যকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক করেছে বলে দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ মিরাজ ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাদলা এলাকায় দায়িত্ব পালনরত বিজিবির ৬০তম ব্যাটালিয়নের কর্মকর্তা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ত্রিপুরা রাজ্যের সেপাহিজলা কামথানা গ্রামের কাছে এই ঘটনা ঘটে।

বিএসএফ সূত্রে জানা গেছে, মিরাজ ইসলাম আরও একজন বিজিবি সদস্যের সঙ্গে সীমান্তের ১৩৬–১৩৭ নম্বর গেট দিয়ে প্রায় ১০০ মিটার ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন এবং একটি চা-বাগানে ঢুকে পড়েন। বিষয়টি টের পেয়ে বিএসএফ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিরাজকে আটক করতে সক্ষম হলেও অপর সদস্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যান।

আটক বিজিবি সদস্যের কাছে অস্ত্র ছিল বলে দাবি করেছে বিএসএফ। সূত্র জানায়, বর্তমানে তাকে কামথানা বিএসএফ ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কার্যপ্রণালী ও উদ্দেশ্য যাচাই করা হচ্ছে।

এদিকে এ ঘটনার পর উভয় দেশের সীমান্ত কমান্ডারদের মধ্যে টেলিফোনে যোগাযোগ হয়েছে। আশা করা হচ্ছে, শুক্রবার একটি পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান হবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ